reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০১৭

শিশুসাহিত্যিক শিবুকান্তির ‘রানিপুকুরের দুষ্টু ভূত’ এর মোড়ক উম্মোচন

তরুন শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশের কিশোর গল্পগ্রন্থ ‘রানিপুকুরের দুষ্টু ভূত’র মোড়ক উম্মোচন করা হয়েছে গতকাল ১১ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমীর বইমেলায় আদিগন্ত প্রকাশনের ষ্টলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিশু সাহিত্যিক সুজন বড়–য়া। তরুন লেখক রশিদ এনামের উপস্থাপনায় বক্তব্য রাখেন খ্যাতিমান গল্পকার মনি হায়দার, গল্পকার সিরাজুল ফরিদ, অধ্যক্ষ আ ন ম আবদুস শাকুর, শিক্ষক নেতা শামসুল হুদা প্রমানিক, কবি বিমলচন্দ্র সাহা , রাহুল বিশ্বাস ও বইয়ের প্রকাশক কবি মোশতাক রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে কবি সুজন বড়–য়া বলেন, শিবুকান্তি দাশ একজন নিষ্টবান শিশুসাহিত্যিক। তিনি গদ্য পদ্য উভয় শাখায় স্বনিষ্ট। ইতিমধ্যে তার একটা পাঠক সমাজ গড়ে উঠেছে। শিশু কিশোরদের জন্য তিনি নিরলস ভাবে লিখে যাচ্ছেন। তার লেখা শিশু কিশোররা তো বটে বড়রা ও পড়ে সমান আনন্দ পান।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিবুকান্তি দাশ বলেন, রানিপুকুরের দুষ্টু ভূত’ বইয়ে ১২টি মজার গল্প রয়েছে নানা বিষয়ে। সাহসি কিশোরদের সাহস আরো বেড়ে যাবে গল্প গুলো পড়লে। পাশিপাশি বড়দেরও ভাবাবে প্রতিটি গল্পের বিষয়।

সকল বক্তায় বইটির বহুল প্রচার কামনা করেন।

বইটি প্রকাশ করেছে, আদিগন্ত প্রকাশন। পাওয়া যাচ্ছে বইমেলায় ৫৪১ নং ষ্টলে। দাম রাখা হয়েছে ২০০ টাকা মাত্র।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist