reporterঅনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি, ২০১৭

১৪ জানুয়ারি থেকে ‘সেলিম আল দীন স্মরণ উৎসব’

বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটারের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রনালয় ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘সেলিম আল দীন স্মরণ উৎসব ২০১৭’।

শেষ হবে ১৭ জানুয়ারি। ১৪ জানুয়ারি সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।

একইদিন বিকাল তিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বসবে আলোচনাসভা। নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে এখানে প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ।

১৫ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় উৎসবের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া থিয়েটার মঞ্চস্থ করবে সেলিম আল দীন রচিত নাটক ‘বাসন’। ১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় একই হলে ভোলা থিয়েটার মঞ্চস্থ করবে সেলিম আল দীন রচিত নাটক ‘ গ্রন্থিকগণ কহে’।

১৭ জানুয়ারি উৎসবের সমাপনী দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় সঙ থিয়েটার মঞ্চস্থ করবে সেলিম আল দীন রচিত নাটক ‘শকুন্তলা’। নাটকটি নির্দেশনা দিয়েছেন প্রসেনজিৎ পাল।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সেলিম আল দীন স্মরণ উৎসব,সেলিম আল দীন,নাটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist