reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মে, ২০২০

দ্বিতীয়বার পুলিৎজার পুরস্কার পেলেন হোয়াইটহেড

মার্কিন লেখক কলসন হোয়াইটহেড

দ্বিতীয়বারের মতো পুলিৎজার পুরস্কার পেয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন মার্কিন লেখক কলসন হোয়াইটহেড। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পুলিৎজারের ইতিহাসে হোয়াইটহেড হলেন চতুর্থ লেখক, যিনি ফিকশনে দুইবার এ পুরস্কার পেলেন।

আফ্রিকান বংশোদ্ভূত এই আমেরিকান লেখক এবার পুলিৎজার পেয়েছেন ‘দ্য নিকেল বয়েজ’ উপন্যাসের জন্য, যেখানে তিনি ফ্লোরিডার এক সংশোধনাগারে কৃষ্ণাঙ্গ কিশোরদের নিগ্রহের কথা বর্ণনা করেছেন।

৫০ বছর বয়সী হোয়াইটহেড এর আগে ২০১৭ সালে ‘আন্ডারগ্রাউন্ড রেলরোড’ উপন্যাসের জন্য একই বিভাগে পুলিৎজার পান। তার আগে কেবল বুথ টারকিংটন, উইলিয়াম ফকনার ও জন আপডাইক দুইবার করে ফিকশনে পুলিৎজার জিতেছেন।

করোনাভাইরাসের মহামারির কারণে এবারের পুলিৎজার পুরস্কারের ঘোষণা পিছিয়ে দেওয়া হয়েছিল কয়েক সপ্তাহ। শেষ পর্যন্ত এ পুরস্কারের অ্যাডমিনিস্ট্রেটর সাংবাদিক ডানা ক্যানেডি সোমবার তার বাড়িতে বসে ২০২০ সালের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেন।

এ বছর সাংবাদিকতার ক্যাটাগরিগুলোতে সর্বোচ্চ তিনটি পুরস্কার জিতে নিয়েছেন নিউইয়র্ক টাইমসের সাংবাদিকরা। এর মধ্যে ব্রায়ান রোজেনথাল নিউইয়র্কে সুদের কারবারির ঋণের ফাঁদে ট্যাক্সি চালকদের দুর্দশার চিত্র তুলে এনে অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরির সম্মানজনক পুরস্কারটি পেয়েছেন।

জনস্বার্থে সাংবাদিকতা ক্যাটাগরিতে এবার যৌথভাবে পুলিৎজার পেয়েছে প্রোপাবলিকা ও অ্যাংকরেজ ডেইলি। হংকং বিক্ষোভের ছবির জন্য ‘ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন রয়টার্সের একজন আলোকচিত্রী। এবারই প্রথম অডিও রিপোর্টিং ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে পুলিৎজারে। সেই পুরস্কার পেয়েছে ‘দিস আমেরিকান লাইফ’ নামের একটি রেডিও অনুষ্ঠান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুলিৎজার পুরস্কার,মার্কিন লেখক,কলসন হোয়াইটহেড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close