reporterঅনলাইন ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি, ২০২০

বইমেলায় বিক্রির শীর্ষে ‘ভূত যখন বিজ্ঞানী’

অমর একুশে গ্রন্থমেলায় সাড়া ফেলেছে শাম্মী তুলতুলের ‘ভূত যখন বিজ্ঞানী’। বইটি বিক্রির শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন প্রতিভা প্রকাশের প্রকাশক মঈন মুরসালিন।

মেলার শিশুপ্রহরে শিশু-কিশোরদের মধ্যে বইটির চাহিদা ছিল বেশি। মেলা ছাড়াও অনলাইন বইয়ের বাজার রকমারি ও বইবাজারেও কাটতি ছিল।

শাম্মী তুলতুল প্রতিদিনের সংবাদকে বলেন, বই বিক্রির শীর্ষের খবর আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এমন সংবাদের মূল্য অনেক। যারা আমাকে ভালোবাসেন, বই পড়েন তাদের কাছে কৃতজ্ঞ। লেখালেখির জগতে সৎ থেকে পথ চলতে আমাকে সব সময়ের মতো সহযোগিতা করবেন। এভাবেই পাশে থাকবেন।

‘ভূত যখন বিজ্ঞানী’তে মুক্তিযুদ্ধের গল্পসহ ১১টি গল্প রয়েছে। প্রতিটি গল্পে লেখক ম্যাসেজ রেখেছেন। যাতে হাস্যরসের সঙ্গে ছোটরা শিক্ষণীয় বিষয়ও মাথায় রাখতে পারে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাম্মী তুলতুল,ভূত যখন বিজ্ঞানী,বইমেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close