reporterঅনলাইন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি, ২০২০

সুমাইয়া করিমের ‘গল্পের আড়ালে জীবন’

বইমেলায় প্রকাশিত হয়েছে সুমাইয়া করিমের উপন্যাস ‘গল্পের আড়ালে জীবন’। বের করেছে পারিজাত প্রকাশনী। ‘গল্পের আড়ালে জীবন’ সুমাইয়ার প্রথম উপন্যাস।

বইটির প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত। দাম ২০০ টাকা। পাওয়া যাবে ৩৫১-৫২ নম্বর স্টলে।

সুমাইয়া করিমের জন্ম ঢাকায়। লেখালেখি শুরু হয়েছিল স্কুলজীবন থেকে। বর্তমানে একটি প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেন। ‘নিঃশব্দে এসেছিল সে’ তার প্রথম কাব্যগ্রন্থ।

বইটি সম্পর্কে লেখক বলেন, প্রতিটি গল্পই জীবন থেকে নেওয়া। কিছু জীবনের ঘটনাকে শুধুই গল্প মনে হয়। এমনই গল্প নিয়ে লেখা এই উপন্যাস। এখানে সত্যিকারের ভালোবাসার পরিণতি তুলে ধরেছি। আশা করি, উপন্যাসটি পাঠক সমাদৃত হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উপন্যাস,সুমাইয়া করিম,বইমেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close