reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি, ২০২০

হাওর বিষয়ে সন্মাননা পেলেন এস এম মুকুল

বর্ষায় দিগন্ত বিস্তৃত অথৈ জলরাশি শুকনায় ফসল আর চট্টনের সবুজ চারণভূমি। প্রকৃতির অসামান্য এই চারণভূমির নাম হাওর। হাওরের আর্থ-সামাজিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে লেখালেখির স্বীকৃতি সরূপ বর্ষসেরা লেখক সন্মাননা পেলেন সাংবাদিক এস এম মুকুল।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তাকে এই সন্মাননা জানায় হাওর অ্যাডভোকেসি নেটওয়ার্ক।

সংস্থাটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জানান, এই আয়োজনের মাধ্যমে আমরা হাওরের সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে হাওরবাসীদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই।

অনুষ্ঠানে হাওরের শ্রেষ্ঠ সন্তান হিসাবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ‘হাওররত্ন’ পদক, হাওর সমাজসেবায় কিংবদন্তি সমাজসেবক ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে ‘হাওরবন্ধু’ পদক, হাওর সাংবাদিকতায় অবদান রাখায় হাসান শাহরিয়ারকে ‘হাওরবন্ধু’ পদক, হাওরে নারী ক্ষমতায়নে অবদান রাখায় মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলমকে ‘হাওরকন্যা’ পদক এবং কৃষি-অর্থনীতি বিশ্লেষক ও কলাম লেখক এস এম মকুলকে ‘হাওরের হালচাল’ ম্যাগাজিনের ‘বর্ষসেরা লেখক-২০২০’ পদক প্রদান করা হয়। সন্মাননা পদক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এস এম মুকুল,হাওর,পদক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close