হিমেল আহমেদ

  ১৩ ফেব্রুয়ারি, ২০২০

সাধন সরকারের পরিবেশবিষয়ক ২ বই

প্রাকৃতিক পরিবেশ ও তার বিভিন্ন উপাদানের সুন্দর ও সহজ ব্যাখ্যা উপস্থাপন করেছেন কলামিস্ট-পরিবেশকর্মী সাধন সরকার। কীভাবে আমরা ধীরে ধীরে গলা টিপে হত্যা করছি এই শহর, এই দেশ, এই পৃথিবীর সুস্থ পরিবেশ! এইগুলো তুলে ধরেছেন লেখক।

সাধন সরকারের বই দুটি হলো ১. নগর পরিবেশের বিচিত্র প্রসঙ্গ ২. প্রকৃতি ও পরিবেশ প্রসঙ্গ। বইগুলো পড়লে পাঠক জানতে পারবেন বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের সম্ভাবনা ও ভারসাম্য হারানোর কথা।

লেখক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ লেখাসহ সমসাময়িক আরও কিছু বিষয়াদি বইয়ে তুলে ধরেছেন। আলোচনা করেছেন নানা সমস্যা নিয়ে। দেখিয়েছেন প্রতিরোধের পথও।

নগর পরিবেশের বিচিত্র প্রসঙ্গ প্রকৃতি ও পরিবেশ প্রসঙ্গ

সাধন সরকার

প্রকাশক : বইপত্র

নগর পরিবেশের বিচিত্র প্রসঙ্গ : ১৯৫ টাকা

প্রকৃতি ও পরিবেশ প্রসঙ্গ : ২৩৪ টাকা

প্রচ্ছদ : হাবিব খান

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বই,সাধন সরকার,পরিবেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close