reporterঅনলাইন ডেস্ক
  ২০ ডিসেম্বর, ২০১৯

ভোলায় প্রথমবার ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন

ভোলায় প্রথমবারের মতো আগামীকাল ২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নজরুল সম্মেলন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল জীবন পরিক্রমা তথ্যচিত্র প্রদর্শনী, প্রশিক্ষণ, কবিতা পাঠ এবং পুরস্কার বিতরণ। ভোলার জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় এদিন সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। পরে সেখানে সম্মেলনের উদ্বোধন করবেন সাবেক সচিব এম মোকাম্মেল হক।

জেলা প্রশাসক জানান, ২২ ও ২৩ ডিসেম্বর আলোচনা সভা, কবিতা পাঠ, তথ্যচিত্র প্রদর্শন, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

এছাড়া বিকেল ৪টায় নজরুল জীবন পরিক্রমা তথ্য প্রদর্শনী এবং সন্ধ্যায় শহরের বাংলা স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নজরুল সম্মেলন,ভোলা,জাতীয় নজরুল সম্মেলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close