মৌলভীবাজার প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন

বর্ণাঢ্য র‌্যালি, কবুতর অবমুক্ত ও বেলুন উড়িয়ে মৌলভীবাজারে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থল এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

অডিটোরিয়াম প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে ৩ দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

পরে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সংরক্ষিত-আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।

মুখ্য আলোচকের বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুর রাজ্জাক ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যন আজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনোরুল হক, নজরুল জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল খালিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু প্রমুখ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নজরুল সম্মেলন,মৌলভীবাজার,র‌্যালি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close