reporterঅনলাইন ডেস্ক
  ৩০ মার্চ, ২০১৯

শিল্পকলায় আজ হ্যামলেট নাটকের মঞ্চায়ন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় হ্যামলেট নাটকের ১৩তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট নাটকটি অনুবাদ করেছন সৈয়দ শামসুল হক। নাটকটির নির্দেশনা দিয়েছেন মঞ্চসারথী আতাউর রহমান এবং প্রযোজনা উপদেষ্টা শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আমিনুর রহমান মুকুল, মাস্উদ সুমন, শামীম সাগর, সংগীতা চৌধুরী, শফিকুল ইসলাম শাফিক, মো. সোহেল রানা, মেহেজাবীন মুমু, শরীফ সিরাজ, বাপ্পি আমীন, তৃপ্তি রাণী মন্ডল, ফখরুজ্জামান চৌধুরী, সাঈদ রহমান, শরীফ সিরাজ, মেরিনা মিতু, শেখ তানভীর আহমেদ, মো. সাইফুল ইসলাম মন্ডল, মেরিনা মিতু, কুমার প্রাঙ্গন, তপন কুমার, আল-আমীন সোহাগ, সাইফুল ইসলাম, আহসান হবীব বিপু, আতাউর রহমান, ফারজানা কামাল মিম, স্বর্ণালী রায় পুতুল প্রমুখ।

আগ্রহী দর্শকদের জন্য অনলাইনে টিকিট বুকিং ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও একাডেমির ফেইজবুক পেজ থেকে নাটকের টিকিট বুকিং করা যাবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হ্যামলেট,মঞ্চ নাটক,শিল্পকলা একাডেমি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close