reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

পাঠকের জন্য বিশেষ উপহার

মাহমুদা শিরীন জন্মেছেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর স্মৃতিবিজড়িত জেলা কিশোরগঞ্জে। পিতা কবি শাহাবুদ্দিন আহমেদের কাব্য চেতনা হৃদয়ে ধারণ করেন সেই ছোটবেলা থেকে। আর বড় বোন ছড়াকার ও গীতিকার রোকেয়া আক্তারের নির্মল সাহচর্য সব মিলিয়ে রক্ত কণিকায় হিমোগ্লোবিনের মতো সাহিত্যে মিশে আছে।

লিখেছেন দৈনিক পত্রিকা, ছোটকাগজ ও অনলাইনে। প্রকাশিত চারটি বইয়ের মধ্যে দুটি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস ও একটি গল্পের। সেই ধারাবাহিকতায় যুক্ত হয়েছে গল্পগ্রন্থ ‘শেষ উপহার’। বেদনা বিধুর মনে হলেও রোমান্টিসিজমে ভরপুর প্রতিটা গল্প। এ যেন পাঠকের জন্য লেখকের বিশেষ উপহার। ১৩টি গল্পের এই বই পাঠক-হৃদয়ে ছুঁয়ে যাবে। লেখকের জন্য শুভ কামনা।

শেষ উপহার

মাহমুদা শিরীন

ধরন : গল্প

প্রকাশনী : বাবুই (স্টল ৪৬২)

প্রচ্ছদ : রানা হাসান

মূল্য : ১৬০ টাকা

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেষ উপহার,মাহমুদা শিরীন,গল্পের বই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close