reporterঅনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি, ২০১৯

বইমেলায় ‘একজন কুদ্দুস ও কবি নজরুল’

অমর একুশে বইমেলায় এবার বের হয়েছে শাম্মী তুলতুলের ‘একজন কুদ্দুস ও কবি নজরুল’। ইতিহাসের ওপর ভিত্তি করে কিশোর উপন্যাস। এটির কাহিনি সত্য, চরিত্র সত্য। লেখক চরিত্রের বলা কাহিনি সুন্দর ভাষায় নিজের করে রূপ দিয়েছেন।

বন্দর নগরী চট্টগ্রামের রাউজান উপজেলার একটি গ্রাম মোহাম্মদপুর। গ্রামটি বিখ্যাত হালদা নদী ঘেঁষা। যে গ্রামের লোক ছিল তৎকালীন শিক্ষিত ও সংস্কৃতিমনা। সে সূত্র ধরে যুবক কবি নজরুলকে অতিথি করা হয়েছিল এই গ্রামে। আর সেই গ্রামেই জন্ম হয়েছিল শিশু কুদ্দুসের। কবি আর কুদ্দুসের সেই মধুর সম্পর্ক কিভাবে গড়ে উঠেছিল জানা যাবে এই উপন্যাসে। এটি সব ধরণের পাঠককে নিয়ে যাবে সত্যিকার গল্পের রূপকথার জগতে।

কবিকে ঘিরে ভিন্ন কিছু থাকবে এই উপন্যাসে। কবির অনেক ইচ্ছা-অনিচ্ছা, ছোট ছোট দুঃখ মনের কোণে—যা কবি ভাগ করেছেন এই গ্রামের প্রকৃতি, নদী ও মানুষের সঙ্গে।

বইটি বের করেছে অনিন্দ্য প্রকাশ। প্রকাশক আফজাল হোসেন। প্রচ্ছদ করেছেন মুনিরা হোসেন। দাম ২০০ টাকা। বইটির ফ্ল্যাপ লিখেছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
একজন কুদ্দুস ও কবি নজরুল,বইমেলা,শাম্মী তুলতুল,কিশোর উপন্যাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close