ইমাম মেহেদী

  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

বইমেলায় সাবরিনা চৌধুরীর ‘অন্তর্জাল’

অমর একুশে বইমেলায় কবি ও গল্পকার সাবরিনা চৌধুরীর গল্পগ্রন্থ ‘অন্তর্জাল’ প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন জনপ্রিয় শিল্পী ধ্রুব এষ। বেরিয়েছে অনিন্দ প্রকাশ থেকে। ৯৬ পৃষ্ঠার বইটির মূল্য দুইশত টাকা।

গল্পকারের ফেলে আসা দৈনন্দিন জীবনের নানা ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে লেখা হয়েছে গল্পগুলি। শব্দহীন সেপাই, বিষণ্ন জোছনা, এলো সে অবেলায়, উনমানব, চেলো, উদাসী বাতাসী, অন্তর্জাল, গোটা কয়েক ধূসর অস্ত্র, নন্দিতার খেরোখাতা শিরোনামে মোট নয়টি গল্প স্থান পেয়েছে গ্রন্থটিতে। সহজ-সরল ভাষায় কাহিনির বিন্যাস ঘটিয়েছেন গল্পকার। গল্পের মাঝে যেন নিজের জীবনের গল্পও গেঁথে দিয়েছেন সাবলীলভাবে। প্রকৃতি, পরিবেশ ও জীবনের নানান বিষয়কে গল্পের উপজীব্য করে তুলেছেন চমৎকারভাবে। মাঝে মাঝে কবিতা ও গানের অন্তর্জালে হারিয়েছেন গল্পকার গল্পের মাঝে।

প্রথমদিকে কবি হিসেবে আত্মপ্রকাশ ঘটলেও জীবনের প্রথম বই হিসেবে প্রকাশ পেল গল্পগ্রন্থ ‘অন্তর্জাল’। সাক্ষাতে সাবরিনা চৌধুরী জানালেন, জীবনের প্রথম বই আমার কাছে প্রথম সন্তানের মতো। ভালোলাগা ও ভালোবাসা থেকেই লেখালেখি করি। ‘অন্তর্জাল’ তারই বহিপ্রকাশ।

বইটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অনিন্দ প্রকাশনীর ৩ নম্বর প্যাভিলিয়ানে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বইমেলা,সাবরিনা চৌধুরী,অন্তর্জাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close