মেহেদি জামান লিজন

  ০৩ ফেব্রুয়ারি, ২০১৯

যে বই শব্দসৈনিকদের প্রতি শ্রদ্ধা

প্রকাশিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক শেখ মেহেদী হাসানের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সত্যাপি আমার স্বর’। বইটি প্রকাশ করেছে চমনপ্রকাশ। অমর একুশে বইমেলায় ৫০১ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

কাব্যগ্রন্থ সম্পর্কে শেখ মেহেদী হাসান বলেন, ‘সত্যাপি আমার স্বর’ আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই বইটির মাধ্যমে পৃথিবীর শব্দসৈনিকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি।

কাব্যগ্রন্থের বৈশিষ্ট্য সম্পর্কে কবি বলেন, একই মলাটে সমাজ, সাংস্কৃতিক ও রাজনৈতিক চেতনার এবং প্রেম-বিরহ-বিপ্লবের প্রকাশ ঘটেছে বইটিতে।

কবি আরো বলেন, কবিতা কেবলই প্রিয়ার প্রতি প্রেম নিবেদন বা তার বন্দনাই নয়; প্রকৃতি, জীবন বা পৃথিবীর রহস্য উন্মোচনের ধ্যানই নয়, বরং বিপ্লবের এক শক্তিশালী মাধ্যম এবং কার্যকর সাংস্কৃতিক যুদ্ধ।

সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে কবি বলেন, আসুন আমরা বই কিনি, বই পড়ি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেখ মেহেদী হাসান,সত্যাপি আমার স্বর,কাব্যগ্রন্থ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close