reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জানুয়ারি, ২০১৯

নিবন্ধন শুরু জাতীয় কবিতা উৎসবের

ফাইল ছবি

আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা উৎসব। বাংলা ভাষাভাষী কবি ও কবিতা অনুরাগীদের প্রাণের এ মেলার উৎসবপূর্ব কর্মসূচি শুরু হয়েছে। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি, ২য় তলা) উৎসব দফতরে নিবন্ধন শুরু হয়েছে।

১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা নিবন্ধন চলবে। এবারের নিবন্ধন ফি ৩০০ টাকা (ঢাকা মহানগরীর কবিদের জন্য), ২০০ টাকা (ঢাকা মহানগরী ছাড়া সারাদেশের কবিদের জন্য)।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত দেশের কবিদের উৎসবে অংশগ্রহণ ও নিবন্ধনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিবন্ধন,জাতীয় কবিতা উৎসব,কর্মসূচি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close