reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ডিসেম্বর, ২০১৮

শিল্পকলায় ‘ষড়ঋতুর পদাবলি’

এই রূপসী বাংলার অন্যতম বৈশিষ্ট্য বৈচিত্র্যময় ঋতু। বাংলার প্রকৃতিতে ছয়টি ঋতুর স্বতন্ত্র উপস্থিতি এ দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। ভিন্ন ভিন্ন রূপ-রস-গন্ধ নিয়ে প্রতিটি ঋতুই স্বতন্ত্র সৌন্দর্যে অপরূপ। ঋতুতে ঋতুতে এ দেশে চলে সাজ বদল। এই সাজ বদলের পালায় বাংলাদেশের প্রকৃতি চির সজীব, চির বৈচিত্র্যময়। আমাদের শিল্পসংস্কৃতি ও সাহিত্যচর্চায় ঋতু বৈচিত্রের এই পালাবদলের প্রভাব বিদ্যমান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের আয়োজনে ঋতুভিত্তিক সংগীত, নৃত্য ও আবৃত্তি নিয়ে ‘ষড়ঋতুর পদাবলি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একাডেমির কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল। অনুষ্ঠানে পরিবেশিত হয় ছয়টি ঋতুকে নিয়ে ভিন্ন ভিন্ন গান, নৃত্য ও আবৃত্তি।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব বদরুল আনম ভূঁইয়া এবং প্রযোজনা বিভাগের পরিচালক ড. কাজী আসাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন তামান্না তিথি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ষড়ঋতুর পদাবলি,শিল্পকলা,নৃত্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close