reporterঅনলাইন ডেস্ক
  ০৯ অক্টোবর, ২০১৮

জাপানের নাট্যোৎসবে যাচ্ছে স্বপ্নদল

ঢাকার প্রথম সারির নাট্যদল ‘স্বপ্নদল’। ঢাকার মঞ্চ ছাড়াও দলটি দেশের বাইরে বিভিন্ন নাট্যোৎসবে অংশগ্রহণ করে প্রশংসা কুড়িয়েছে। এবার দুটি নাট্য প্রযোজনা নিয়ে জাপান যাচ্ছে দলটি।

এ প্রসঙ্গে স্বপ্নদলের দলপ্রধান জাহিদ রিপন বলেন, ‘অনুষ্ঠিত হতে যাচ্ছে জাপানের সর্ববৃহৎ নাট্যোৎসব ফেস্টিভ্যাল টোকিও ২০১৮। এই উৎসবে অংশ নিতে আমাদের এ সফর। তা ছাড়া টোকিওয়ের বাংলাদেশ দূতাবাসও আমাদের আমন্ত্রণ জানিয়েছে। সেখানেও আমরা শো করব।’

তিনি আরো বলেন, ‘আগামী ৩-৪ নভেম্বর টোকিও মেট্রোপলিটন থিয়েটারের থিয়েটার ওয়েস্ট হলে যুদ্ধবিরোধী প্রযোজনা ত্রিশ শতাব্দীর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। টোকিওর বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনের বঙ্গবন্ধু মিলনায়তনে ৫ নভেম্বর প্রদর্শিত হবে মহীয়সী নারী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক স্বপ্নদলের ব্যতিক্রমী মনোড্রামা হেলেন কেলার।’

বাদল সরকারের মূল রচনা অবলম্বনে হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্ত ঘটনানির্ভর স্বপ্নদলের আলোচিত ও দর্শকনন্দিত যুদ্ধবিরাধী প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তরসহ নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

অন্যদিকে ‘হেলেন কেলার’ নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু। এটিও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ অক্টোবর জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে দলটি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাপান,স্বপ্নদল,নাট্যদল,নাট্যোৎসব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close