reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০১৮

লিওনার্দো দ্য ভিঞ্চির জাল ছবি!

হঠাৎ করেই বিতর্কের জালে জড়াল লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিশ্বখ্যাত ছবি সালভাতোর মুন্দি। এ ছবিটি মোনালিসা, দ্য লাস্ট সাপার ছবিগুলোর চেয়েও দামি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাথিউ ল্যান্ড্রাসের এক বিস্ফোরক দাবিতে হতভম্ব হয়ে পড়েছে সারাবিশ্ব। দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ৪৫ কোটি ডলার মূল্যের এ ছবিটি আসল নয়, জাল ছবি! সেটি লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকাই ছবি নয়, এর একটি রেপ্লিকা মাত্র।

সালভাতোর মুন্দি এর অর্থ পৃথিবীর পরিত্রাতা। বেশ কয়েকবার নিলামে উঠেছিল এ ছবিটি। তবে শেষবারের নিলামে গত বছর প্রায় ৪৫ কোটি ডলারে সালভাতোর মুন্দি ছবিটি সৌদি আরবের এক রাজকুমার কিনে নেন। কিছু দিন আগে জানা যায়, সৌদির সেই রাজকুমার আবু ধাবির ল্যুভ্রে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন।

তবে হঠাৎ গবেষক ম্যাথিউ ল্যান্ড্রাসের এমন মন্তব্যের পর ছবিটির প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। ২০০৬ সালে লিওনার্দোর শিল্পকর্ম নিয়ে একটি বই লিখেছিলেন ম্যাথিউ ল্যান্ড্রাস।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিওনার্দো দ্য ভিঞ্চি,সালভাতোর মুন্দি,জাল ছবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close