লালমনিরহাট প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর, ২০১৮

'জীবন পোড়ে তুষের আগুন' বইয়ের মোড়ক উন্মোচন

উত্তরাঞ্চলের জনপ্রিয় ভাওয়াইয়া গানের গ্রন্থ ‘জীবন পোড়ে তুষের আগুন’-এর মোড়ক উন্মোচন করে গীতিকবি নীলকমল মিশ্রকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার রাত সাড়ে ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

স্বর্ণামি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বিউটির সভাপতিত্বে মোড়ক উম্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের পরিচালক ড. গৌরাঙ্গঁ মোহন্ত।

স্বর্ণামতি পাঠচক্র ও আরশী নগর বাংলাদেশ লালমনিরহাটের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শফিউল আরিফ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতীক, কবি সরোজ দেব ও আরশী নগরের নির্বাহী পরিচালক বাদশা আলম প্রমুখ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বইয়ের মোড়ক উন্মোচন,ভাওয়াইয়া গান,জীবন পোড়ে তুষের আগুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close