reporterঅনলাইন ডেস্ক
  ৩০ আগস্ট, ২০১৮

আলতাফ মাহমুদ পদক পেলেন দুই গুণীজন

শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক পেয়েছেন সংস্কৃতি অঙ্গনের দুই কীর্তিমান মানুষ সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার। আজ বৃহস্পতিবার আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসের দিন সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরেণ্য নাট্যজন আলি জাকের। এ ছাড়া উপস্থিত ছিলেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু এবং শহীদ আলতাফ মাহমুদের সহধর্মীনি সারা আরা মাহমুদ।

প্রধান অতিথি আলী যাকের পদকপ্রাপ্ত দুই কীর্তিমান মানুষকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘নিজের মতো করে স্বাধীনতা প্রয়োজন। আলতাফ মাহমুদ যে সমাজে হাল ধরেছিলেন সে সমাজ ছিল পরাধীন। তিনি সংগীতকে ভালোবাসতেন। আলতাফ মাহমুদ স্বাধীতনার জন্য সংগীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন।’

সৈয়দ হাসান ইমাম বলেন, ‘আলতাফ মাহমদুকে আজ এই সময়ে এসে বেশি বেশি স্মরণ করা উচিত। দেশ আছে, পতাকা অছে অথচ আলতাফ মাহমুদ নেই। তার মতো প্রাণবন্ত একজন মানুষকে এভাবে পৃথিবী থেকে চলে যেতে হবে সেটা ভাবা যায় না।’

ফেরদৌসী মজুমদার বলেন, ‘আলতাফ মাহমুদ কতো বড় শিল্পী, সুরস্রষ্টা ছিলেন তা বোঝা যায় ‘একুশে ফ্রেব্রুয়ারি’গানটির মাধ্যমে। যতোদিন বাংলাদেশ থাকবে ততোদিন আলতাফ মাহমুদকে আমরা স্মরণ করব। তিনি আমাদের মাঝে অমর হয়ে আছেন। তার নামে পদক পেয়ে আমি অভিভূত।’

২০০৫ সাল থেকে প্রতিবছর আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবারই দুজন গুণী মানুষকে এই সম্মাননা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবার হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদারকে সম্মাননা জানানো হলো।

এর আগে আলতাফ মাহমুদ পদক পেয়েছেন চিত্রগ্রাহক বেবি ইসলাম, ড. এনামুল হক, সাবিনা ইয়াসমিন, অজিত রায়, খোন্দকার নুরুল আলম, সুধীন দাস, বিপুল ভট্টাচার্য, আলম খান, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, রাজ্জাক, মুস্তাফা মনোয়ার, মো. শাহনেওয়াজ, কাইয়ুম চৌধুরী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলাউদ্দিন আলী, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আলী যাকের ও মফিদুল হক।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আলতাফ মাহমুদ পদক,সৈয়দ হাসান ইমাম,ফেরদৌসী মজুমদার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close