reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুলাই, ২০১৮

জয়পুরহাটে ২ দিনের সাংস্কৃতিক উৎসব

দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারের প্রয়াসে আগামী ২০ ও ২১ জুলাই জয়পুরহাটে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকীর সভাপতিত্বে এতে অনুষ্ঠিত এই সভায় দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানানো হয়- শতকন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করা হবে।

জানা গেছে, দুই দিনব্যাপী এ সাংস্কৃতিক উৎসবকে সাজানো হয়েছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যচিত্র প্রদর্শন, জেলার বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যদের নৃত্য, শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নাটিকাসহ নানা আয়োজনে।

পাশাপাশি জেলার ২৮টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করবেন রবীন্দ্র সঙ্গীত, নজরুল, সঙ্গীত আধুনিক গান, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, অভিনয়, পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি, আঞ্চলিক গান, জারি-সারি ইত্যাদি। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথভাবে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য এ সাংস্কৃতিক উৎসব।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাংস্কৃতিক উৎসব,জয়পুরহাট,দেশীয় সংস্কৃতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist