reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০১৮

পুলিৎজারজয়ী সাহিত্যিক ফিলিপ রোথ আর নেই

আমেরিকার বিখ্যাত লেখক, পুলিৎজারজয়ী ঔপন্যাসিক ফিলিপ রোথ (৮৫) আর নেই। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের ম্যানহাটেনে একটি হাসপাতালে তিনি মৃতুবরণ করেছেন। বার্ধক্যজনিত কারণে ফিলিপ রোথ মারা গেছেন বলে জানানো হয়েছে।

পুলিৎজারজয়ী ঔপন্যাসিক ফিলিপ রোথ বেশ কয়েকটি উপন্যাসের জন্য সমাদৃত হয়েছেন । তার বিখ্যাত উপন্যাস— অ্যামেরিকান পাস্তোরাল, পোর্টনয়স’কমপ্লেইন্ট এবং গুডবাই কলম্বাস। তার বেশিরভাগ লেখা-ই ইহুদি জীবন নিয়ে লেখা। জীবন ও মার্কিন আদর্শ নিয়ে্ও তিনি লেখালেখি করতেন।

ফিলিপ রোথের জন্ম ১৯৩৩ সালের ১৯ মার্চ। তিনি বিশ শতকের অন্যতম শক্তিশালী ঔপন্যাসিক। এ পর্যন্ত তার ২৪টি বই প্রকাশিত হয়েছে। এছাড়া ছোট গল্পের সংকলন প্রকাশিত হয়েছে।

‘আমেরিকান পাস্টোরাল’ উপন্যাসের জন্য তিনি ১৯৯৮ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন। এছাড়া ন্যাপশনাল বুক অ্যাওয়ার্ড ও পেন অ্যাওয়ার্ডও অর্জন করেন তিনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুলিৎজার পুরস্কার,সাহিত্যিক,আমেরিকান লেখক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist