reporterঅনলাইন ডেস্ক
  ২৪ এপ্রিল, ২০১৮

শিল্পকলায় ‘ক্রাচের কর্নেল ও জবর আজব ভালোবাসা’

ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঙ্গলবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বটতলা মঞ্চস্থ করবে নাটক ‘ক্রাচের কর্নেল’। একই সন্ধ্যায় স্টুডিও থিয়েটার হলে থিয়েটারওয়ালা রেপার্টরি মঞ্চস্থ করবে নাটক ‘জবর আজব ভালোবাসা’।

শাহাদুজ্জামানের উপন্যাস থেকে ‘ক্রাচের কর্নেল’নাটকটির নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।নির্দেশক মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘এ নাটকের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে তুলে ধরা হয়েছে। তর্ক-যুক্তির মাধ্যমে এগিয়ে চলে নাটকটির গল্প। মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহেরের জীবন এই নাটকের মূল উপজীব্য।’

ক্রাচের কর্নেল নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভূঁইয়া, বাকীরুল ইসলাম, পংকজ মজুমদার, ইভান রিয়াজ, ম. সাঈদ, নাফিজ বিন্দু, সবুজ সরকার, মনজুরুল ইসলাম রনি, গোলাম মাহবুব মাসুম, নাফিউল আহমেদ।পোশাক পরিকল্পনা করেছেন- হুমায়রা আখতার। কোরিওগ্রাফি করেছেন- সামিনা লুৎফা নিত্রা। আলোকসজ্জা করেছেন- খালিদ মাহমুদ সেজান। আবহ সংগীত পরিকল্পনায়- পিন্টু ঘোষ।

অন্যদিকে ‘জবর আজব ভালোবাসা’ নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। আন্তন চেখভের রচনা অবলম্বনে এটি অনুবাদ করেছেন মোবারক হোসেন খান।এই নাটকে তিনটি মাত্র চরিত্র। এতে অভিনয় করছেন দেশের শীর্ষ তিনটি নাট্যদলের মেধাবী তিনজন অভিনয়শিল্পী। তারা হলেন- সাইফ সুমন (থিয়েটার আর্ট ইউনিট), সংগীতা চৌধুরী (নাট্যকেন্দ্র), রামিজ রাজু (প্রাঙ্গণেমোর)।

নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন, শাকিল সিদ্ধার্থ, আলোক পরিকল্পনা করেছেন- অম্লান বিশ্বাস (নাগরিক নাট্যসম্প্রদায়), আবহসঙ্গীত- রামিজ রাজু (প্রাঙ্গণেমোর), আবহসঙ্গীত নিয়ন্ত্রণ- রাসেল/ আবির সায়েম (থিয়েটার আর্ট ইউনিট)।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিল্পকলা একাডেমি,ক্রাচের কর্নেল,জবর আজব ভালোবাসা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist