reporterঅনলাইন ডেস্ক
  ২৪ এপ্রিল, ২০১৮

কবি বেলাল চৌধুরী আর নেই

প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক বেলাল চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার পর চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে ফেলে তাকে মৃত ঘোষণা করেন।তিনি দীর্ঘদিন যাবত কিডনি, ডায়বেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। বেলাল চৌধুরীর বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত প্রায় ৪ মাস ধরে বেলাল চৌধুরী ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর শুক্রবার অবস্থার আরো অবনতি হলে বেলা সাড়ে ১২টার দিকে নেওয়া হয় লাইফ সাপোর্টে।তার বড় ছেলে আবদুল্লাহ জানান, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, রক্তশূন্যতা ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন।

কবি বেলাল চৌধুরী ঢাকার ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। সাপ্তাহিক সন্দ্বীপ পত্রিকাটিও সম্পাদনা করেছেন। বেশ কয়েক বছর ভারতের কলকাতায় অবস্থানকালে তিনি কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘কৃত্তিবাস’এ কাজ করেন।

নিষাদ প্রদেশে, আত্মপ্রতিকৃতি, স্থিরজীবন ও নিসর্গ, স্বপ্নবন্দী, সেলাই করা ছায়া, কবিতার কমলবনে, যাবজ্জীবন সশ্রম উল্লাসে ও বত্রিশ নম্বর বেলাল চৌধুরীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। সাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদক এবং এরপর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও পেয়েছেন তিনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবি বেলাল চৌধুরী,বেলাল চৌধুরী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist