reporterঅনলাইন ডেস্ক
  ০৩ এপ্রিল, ২০১৮

মণিপুরি থিয়েটারের দুই নাটকের তিনটি প্রদর্শনী

মণিপুরি থিয়েটারের দর্শক নন্দিত দুই নাটক ‘ইঙাল আধার পালা’ ও ‘কহে বীরাঙ্গনা’ নাটকের তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে ঢাকা ও রাজশাহীতে। মণিপুরি থিয়েটারের দলনেতা শুভাশিস সিনহা এ তথ্য জানিয়েছেন।

ঢাকা পদাতিক নাট্য সংসদ আয়োজিত সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবে ৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘ইঙাল আধার পালা’ নাটকটি। এটির রচনা ও নির্দেশনায় রয়েছেন শুভাশিস সিনহা।

৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় বিশ্ব সাহিত্য কেন্দ্র-এর আয়োজনে ঢাকার বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘কহে বীরাঙ্গনা’। মাইকেল মধুসূদন দত্তর ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এতে একক অভিনয় করছেন জ্যোতি সিনহা।

ঢাকার পর রাজশাহী যাবে মণিপুরি থিয়েটার। ৭ এপ্রিল বিকাল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে বাংলদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসবে প্রদর্শিত হবে ‘কহে বীরাঙ্গনা’ নাটকটি।

প্রেমসিং নামে একজন মৃদঙ্গবাদকের জীবনের ট্র্যাজেডির মধ্য দিয়ে ‘ইঙাল আধার পালা’ নাটকে মণিপুরি তথা প্রান্তিক সমাজের সাংস্কৃতিক সংকটকে প্রতীকীভাবে রূপায়িত করা হয়েছে।

নাটকটিতে অভিনয় করবেন জ্যোতি সিনহা, উজ্জ্বল সিংহ, অরুণা সিনহা, স্বর্ণালী সিনহা, শ্যামলী সিনহা, প্রিয়াংকা সিনহা, সুজলা সিনহা, সুশান্ত সিংহ, বিধান সিংহ, সুনীল সিংহ, সমরজিৎ সিংহ, দীপু সিংহ। নাটকটির সংগীতায়োজন করেছেন শর্মিলা সিনহা, অঞ্জনা সিনহা, বাবুচান সিংহ, সুশান্ত সিংহ।

অন্যদিকে ‘কহে বীরাঙ্গনা’ নাটকে মহাভারতের চার নারীর বঞ্চনা, প্রেম, করুণা আর প্রতিশোধস্পৃহাকে চার নারীচরিত্রের মধ্য দিয়ে রূপায়িত করা হয়েছে, যার শেষ কথা হিংসা নয়, প্রেমেই মিলবে মুক্তি।

নাটকটির সংগীতায়োজন করেছেন শর্মিলা সিনহা, বিধান চন্দ্র সিংহ, উজ্জ্বল সিংহ, অঞ্জনা সিনহা, সুজলা সিনহা। এতে একক অভিনয় করবেন জ্যোতি সিনহা। ভাবমুদ্রা রূপায়নে রয়েছেন স্বর্ণালী সিনহা, অরুণা সিনহা, অনামিকা চ্যাটার্জী, শ্যামলী সিনহা। আলোক প্রক্ষেপণে মো. শাহজাহান মিয়া। দৃশ্যসজ্জায় আলী আহমেদ মুকুল, সজলকান্তি সিংহ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মণিপুরি থিয়েটার,ইঙাল আধার পালা,কহে বীরাঙ্গনা,নাটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist