reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০১৮

চবিতে ২৭ মার্চ থেকে তিন দিনব্যাপী বইমেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী ‘স্বাধীনতা বইমেলা ২০১৮’। এ উপলক্ষে রোববার সকালে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাধব চন্দ্র রায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে স্বাধীনতা বই মেলা আয়োজন করা হবে। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির স্টলসহ চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের প্রকাশনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধির চর্চাকে সমুন্নত রাখা, শিক্ষার্থীদের বইপড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা, দেশের প্রকাশনা শিল্পকে সহযোগিতা করা এ আয়োজনের উদ্দেশ্য বলে জানানো হয়।

এ সময় আরো বলা হয়, তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বাধীনতা বইমেলা,সাংস্কৃতিক কর্মকাণ্ড,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist