reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মার্চ, ২০১৮

প্রদর্শনীতে আসছে ফেরদৌসী প্রিয়ভাষিণীকে নিয়ে ‘যমুনা’

গত ৬ মার্চ না ফেরার দেশে চলে গেছেন মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। প্রিয়ভাষিণীর লড়াইয়ের জীবনকে উপজীব্য করে ২০১২ সালে থিয়েটার ফোকস মঞ্চে এনেছিল নাটক ‘যমুনা।’ অক্সফোর্ড, বার্মিংহাম, লন্ডন এবং কানাডায় যমুনা নাটকটির বেশ কিছু প্রদর্শনী হয়েছে। বাংলাদেশেও নাটকটির প্রদর্শনী প্রশংসিত হয়।

তবে বেশ কিছুদিন ধরেই এই নাটকের প্রদর্শনী হচ্ছে না। এবার থিয়েটার ফোকস এর সভাপতি মাসুম রেজা জানিয়েছেন, আবারও নাটকটির নিয়মিত প্রদর্শনী করার ব্যাপারে পরিকল্পনা চলছে। নাটকটির সঙ্গে যুক্ত অভিনয়শিল্পী, নির্দেশক এবং কলাকুশলীদের অনেকেই বর্তমানে বাংলাদেশে রয়েছেন। তারা সবাই লন্ডনে থাকার সময় নাটকটি মঞ্চে আনা হয়। এখন যেহেতু আমরা ঢাকাতেই আছি, তাই সবার সঙ্গে আলোচনা করে নাটকটির মঞ্চায়ন শুরুর ব্যাপারে ভাবছি।’

যমুনা নাটকটি লিখেছেন সেলিনা শেলী। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাটকটির সঙ্গীত পরিকল্পনা করেছেন সুমেল চৌধুরী ও কোরিওগ্রাফি করেছেন সামিনা লুৎফা নিত্রা। নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছেন রূপকথা প্রিয়দর্শিনী, চুপকথা প্রিয়ভাষিণী ও জেসি রোদসী।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেরদৌসী প্রিয়ভাষিণী,যমুনা,থিয়েটার ফোকস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist