পাঠান সোহাগ

  ১৩ ফেব্রুয়ারি, ২০১৮

প্রাণের বইমেলা

বইমেলায় ফাগুনের হাওয়া

সকাল থেকেই বইমেলাসহ আশপাশে উৎসবের আমেজ

বসন্তের হাওয়া বইছে অমর একুশে বইমেলায়। বাসন্তী রঙে সাজবে মেলা প্রাঙ্গণ। আজ মঙ্গলবার ঋতুরাজ বসন্তের প্রথম দিন। সকাল থেকেই বইমেলার আশপাশের পরিবেশে বিরাজ করছে উৎসবের আমেজ। চারুকলা, টিএসসি, কার্জন হলসহ পুরো এলাকায় এই উৎসব চলছে।

এদিকে প্রতিদিনের মতো সোমবার মেলার দ্বার খুলেছিল বেলা ৩টায়। মাঘ মাসের শেষ দিনটিতেও ছিল ফাগুনের হাওয়া। এদিন বিকেল ৪টার পর থেকেই বইমেলা চত্বরে ভিড় বাড়তে থাকে। উচ্ছ্বসিত তরুণ-তরুণীরা প্রাণের মেলায় আসতে থাকেন। তরুণ-তরুণীরা সেজেছিলেন ভিন্ন পোশাকে। কেউ বাসন্তী রঙের পোশাক। অবার কেউ কেউ লাল, নীল, কমলা, হলুদ সেলোয়ার-কামিজ। কেউবা শাড়ি। সঙ্গে চুড়ি আর মানানসই বাহারি ফুলের গহনা।

মেলায় কথা হয় পুরান ঢাকার সীমা রায়ের সঙ্গে। তিনি বলেন, ‘ঘুরে ভালো লাগল। মেলায় ফাগুনের একটা আবহ তৈরি হয়েছে। বান্ধবীদের নিয়ে প্রতিবারই এদিন মেলায় আসি। কালও আসব।’ বসন্তের ঘ্রাণ মেলাজুড়ে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘এ দিন খুব মজা করি। বাসন্তী সাজে সাজি। বন্ধুরা মিলে বিভিন্ন জায়গায় ঘুরি। দুপুরে খাবার বাইরে শেষ করে মেলায় আসি। দিনটি চমৎকার কাটে।’

অমর প্রকাশনীর প্রকাশক অমর হাওলাদর বাবুল বলেন, ‘এবারের মেলায় আমাদের প্রকাশনী থেকে নতুন ৩২টি বই এসেছে। বইগুলো বিভিন্ন প্রেক্ষাপটে লেখা। বইগুলো মানসম্পন্ন ও নির্ভুল। বই পড়লে আপনাদের ভালো লাগবে। সব মিলিয়ে ভালোই বিক্রি হয়েছে। আশা করছি, আজ ও কাল ভালোবাসা দিবসেও ভালো বিক্রি হবে।’

সেবা প্রকাশনীর ম্যানেজার আব্দুল সালাম জানান, সবাই ফাগুনের অপেক্ষায় থাকে। এদিন ক্রেতা-দর্শনার্থী বাড়বে বইমেলায়। বিক্রিও বাড়বে-এমটাই প্রত্যাশা করছেন প্রকাশকরা।

এবারের মেলায় নুরুন্নাহার শেখ শীলার কাব্যলেখা ‘শ্যামল গায়ে’ ও মো. সেরাজুল ইসলামের ‘শিশির ভেজা পথ’ বই দুটি প্রকাশ হয়েছে। বই দুটি প্রকাশ করেছে অমর প্রকাশনী। প্রতিদিনের মতো গতকাল সোমবার মেলায় শতাধিক নতুন বই এসেছে।

আজ মঙ্গলবার। অমর একুশে বইমেলার ১৩মত দিন। মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পহেলা ফাল্গুন,বইমেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist