পাঠান সোহাগ

  ০৫ ফেব্রুয়ারি, ২০১৮

প্রাণের বইমেলা

লিটলম্যাগ চত্বরের কাজ শেষ হয়নি

এখনো পুরোপুরি প্রস্তুত হয়ে উঠেনি বাংলা একাডেমির লিটলম্যাগ চত্বর। এই চত্বর তৈরিতে বাঁশ-কাঠ দিয়ে শ্রমিকরা কাজ করছেন। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থমেলার সব স্টল এখনো নির্মাণ শেষ হয়নি। অন্যদিকে লিটলম্যাগ চত্বরের কাজ এখনো ৫০ ভাগ বাকি।

বাংলা একাডেমির নিয়মানুযায়ী ৩০ জানুয়ারি দুপুরের মধ্যে মেলা প্রস্তুত থাকবে। কিন্তু এখনো গুছিয়ে উঠতে পারেনি গ্রন্থমেলা। রোববার মেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মিডিয়া সেন্টার, নতুন বইয়ের স্টল, লিটলম্যাগ চত্বরের ১৩৬টি স্টল এখনো অসম্পূর্ণ। এখানকার সব লেখক, প্রকাশক, পাঠক সবাই আয়োজক প্রতিষ্ঠানের প্রতি অসন্তুষ প্রকাশ করেছেন।

এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে প্রস্তুত হচ্ছে বাংলা একাডেমির তথ্যকেন্দ্র। একটু এগিয়ে যেতেই অনুপম প্রকাশনী ও পার্ল পাবলিকেশন্সের প্যাভিলিয়ন। পড়ে ছিল বালুর স্তূপ। শিশু চত্বরের সামনে রাখা আছে ইট। এখানে চলছে অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের কাজ। ‘ভিন্ন চোখের’ লেখক প্রকাশক আলী আফজাল খান বলেন, ‘লিটল ম্যাগাজিনের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল। বহেরাতলার এই কর্নারটা লিটল ম্যাগাজিনের জন্য ঐতিহ্য। যত দিন গ্রন্থমেলা হবে, তত দিন এখানেই লিটলম্যাগ থাকবে।’

ক্যাপ্টেনের বিক্রি কর্মী বলেন, ‘বহেরাতলার লিটলম্যাগ চত্বর এখনো অবহেলায়। অর্ধেক স্টলের কাজ শেষ হতে বাকি। অসম্পূর্ণ লিটলম্যাগ চত্বর নিয়ে কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।’ লিটলম্যাগ চত্বরে বেহুলাবাংলার এক লেখক বলেন, ‘লিটলম্যাগ কর্নারের এখনো শৃঙ্খল আসেনি। নিজেদের উদ্যোগে বই প্রকাশ করে, প্রচারণা পাই না, সহযোগিতাও পাই না। এমন অবস্থা চলতে থাকলে লিটলম্যাগ চত্বর একসময় আর থাকবে না।’

রোবরার সরেজমিন মেলায় গিয়ে দেখা যায়, বিকেল তিনটায় মেলা শুরু হলেও ক্রেতা দর্শনার্থীর তেমন ভিড় দেখা যায়নি। সন্ধ্যার পর কিছু পাঠক, ক্রেতা, দর্শনার্থী এলেও তেমন বিক্রি হয়নি। দর্শনার্থীরা ক্যাটালগ সংগ্রহ, আড্ডা আর সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছেন। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু চত্বর ফাঁকাই পরেছিল। শিশু কর্নারেই কথা হয় প্রকাশনা প্রতিষ্ঠান ঘাসফড়িংয়ের কর্ণধার শ্যামল কুমার দাসের সঙ্গে। তিনি বলেন, ‘ছুটির দিনে শিশু প্রহর থাকলে আমাদের এই চত্বর জমজমাট থাকে। আজ মেলায় ক্রেতা দর্শনার্থী তেমন নেই। আমাদের ফাঁকা সময় পার করতে হয়েছে।’

গ্রন্থমেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ জানান, তারা এখানে থাকবে কি না-এমন প্রশ্নে লিটল ম্যাগাজিনের লেখক-প্রকাশকরা নিজেরা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। ঐতিহ্য ধরে রাখতে এবারও বহেরাতলা লিটলম্যাগ চত্বর রয়েছে। লিটলম্যাগ চত্বর সম্পূর্ণ প্রস্তুত হতে আরো কয়েক দিন সময় লাগবে।

মেলায় নতুল লেখক সুমন নূরের ‘সেদিন রাতের গল্প’ উপন্যাস সম্পর্কে বলেন, ‘এটি আমার লেখা প্রথম উপন্যাস। পাঠক পড়লে আনন্দ পাবে। সকলকে বইটি পড়ার জন্য অনুরোধ করছি।’

রোববার মেলায় নতুন বইয়ের মধ্যে গল্প নয়টি, উপন্যাস ১৯টি, প্রবন্ধ আটটি, কবিতা ২৬টি; গবেষণা তিনটি, ছড়া চারটি, শিশুসাহিত্য পাঁচটি, জীবনী দুটি, ভ্রমন ছয়টি, ইতিহাস তিনটি, চিকিৎসা/স্বাস্থ্য একটি, নাটক চারটি, মুক্তিযুদ্ধের একটি, বিজ্ঞান তিনটি, সায়েন্স ফিকশন পাঁচটি, অনুবাদ এক, ধর্মীয় দুটি, অন্যন্য নয়টি বইসহ মোট ১১১টি নতুন বই এসেছে।

আজকের আয়োজন : আজ সোমবার। অমর একুশে গ্রন্থমেলার পঞ্চম দিন। মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টা গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে আ জ ম তকীয়ূল্লাহ : জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আলী ইমাম। আলোচনায় অংশগ্রহণ করবেন রতন সিদ্দিকী ও শান্তা মারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অমর একুশে গ্রন্থমেলা,লিটলম্যাগ চত্বর,বাংলা একাডেমি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist