reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০১৮

পদাতিক নাট্য সংসদের চার দশক উদযাপন

চার দশকের পথচলা উদযাপন করলো পদাতিক। শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজন করা হয় আনন্দানুষ্ঠানের। যাতে দলের প্রতিষ্ঠাতা সদস্য আবু মোহাম্মদ মুরতাইস কচির নামাঙ্কিত ‘কচি স্মৃতি স্মারক সম্মাননা’ প্রদান করা হয়। সংস্কৃতি অঙ্গণে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা পেয়েছেন নাট্যজন আলী যাকের ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী নার্গিস চৌধুরী এবং আইন পেশায় অবদানের জন্য বিচারপতি কাজী এবাদুল হক ও সিরাজুল ইসলাম খান (মরণোত্তর )।

জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবদুস সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর সদস্য ঝুনা চৌধুরী ও পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মদ গিয়াস। সভাপতিত্ব করেন দলপ্রধান সেলিম শামসুল হুদা চৌধুরী।

পরে পদাতিক নাট্য সংসদের বিভিন্ন নাটকের অংশবিশেষ নিয়ে কোলাজ পরিবেশন করা হয়। এছাড়া উৎসব উপলক্ষে জাতীয় নাট্যশালার লবিতে প্রদর্শন করা হয় দলটির ৪০ বছরের নথিপত্র ও মঞ্চস্থ নাটকের ছবি।

‘নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার/ নাটক হোক জীবনের প্রকাশিত সত্য’- এ প্রতিপাদ্যে ১৯৭৮ সাল থেকে পথচলা শুরু করে পদাতিক নাট্য সংসদ। নাটকের মধ্য দিয়ে শুধু বিনোদন নয়, সমাজবদলের স্বপ্ন দেখেন তারা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদাতিক নাট্য সংসদ,দশক উদযাপন,কচি স্মৃতি স্মারক সম্মাননা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist