reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০১৮

একুশে বইমেলার স্টল বরাদ্দ

এবারের অমর একুশে গ্রন্থমেলায় অংশ্রগ্রহণের জন্য বাংলা একাডেমি থেকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। গত মেলার চেয়ে এবার স্টলের ইউনিট বৃদ্ধি পেয়েছে ১৩৩টি।

সোমবার মোট ৬৬২টি স্টল বরাদ্দ দেওয়া হয়। এবারের মেলায় নতুন ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল দেওয়া হয়েছে। প্যাভিলিয়নের সংখ্যা বেড়েছে ১২টি। ২০১৭ সালে প্যাভিলিয়ন ছিল ১১টি। এবার প্যাভিলিয়ন বরাদ দেওয়া হয়েছে মোট ২৩টি। বরাদ্দ দেওয়া স্টলের তালিকা প্রকাশ করে বাংলা একাডেমির নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে।

বাংলা একাডেমির পরিচালক ও একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ জানিয়েছেন, বরাদ্দপ্রাপ্ত প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে সোমবার থেকেই আবেদনপত্র দেওয়া হবে। স্টলের ভাড়ার টাকাসহ আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগে জমা নেওয়া হবে।

আবেদনপত্র জমা শেষ হওয়ার পর লটারির মাধ্যমে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্টল বরাদ্দ দেওয়া হবে।

তিনি জানান, একাডেমির বয়রাতলায় অন্যান্যবারের মতো লিটলম্যাগ স্টল থাকবে। দুই/একদিনের মধ্যেই লিটলম্যাগ স্টল বরাদ দেওয়া হবে।

ড. জালাল আহমেদ বলেন, অন্যান্য বারের মতো এবারের মেলাতেও দোয়েল চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি পর্যন্ত সড়কটিতে কোনো হকার বসতে দেওয়া হবে না। এই সড়কটি দশনার্থীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

এবারের মেলায় মোট প্যাভিলিয়ন দেওয়া হয়েছে ২৩টি। এর মধ্যে পুরনো প্রকাশনা সংস্থা ১১ এবং নতুন প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে ১২টি সংস্থাকে।

পুরনো প্রতিষ্ঠান প্যাভিলিয়ন পেয়েছে, আগামী প্রকাশনী, উৎস, অনুপম, অন্বেষা, অবসর, অনন্যা, কাকলী, সময়, মওলা, পাঠক সমাবেশ, পাঞ্জেরী ও অন্য প্রকাশ।

নতুন প্যাভিলিয়ন পেয়েছে, আনন্দ পাবলিশার্স, নালন্দা, শোভা, তাম্রলিপি, ইত্যাদি, উৎস প্রকাশন, প্রথমা, কথা প্রকাশন, বাংলা প্রকাশ ও জার্নিম্যান বুকস।

চার ইউনিটের স্টল দেওয়া হয়েছে মোট ১৮টি প্রতিষ্ঠানকে। এগুলো হচ্ছে- শিখা, অক্ষর, অ্যাডর্ণ, সাহিত্য প্রকাশ, দিব্য, নবযুগ, আহমেদ পাবলিশার্স, ইউপিএল, চারুলিপি, বিশ্বসাহিত্য কেন্দ্র, রোদেলা, বিদ্যা, স্টুডেন্ট ওয়েজ, জোনাকী, শব্দশৈলী, ইউনিভার্সেল একাডেমিকে।

তিন ইউনিটের স্টল দেওয়া হয়েছে ৩২টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ১৪টি প্রতিষ্ঠান শিশুকিশোর বই প্রকাশনা সংস্থা। এগুলো হচ্ছে, নওরোজ, সাহিত্যমালা, জ্যোৎস্না, সৃজনী, বিজয়, একুশে বাংলা, মুক্তধারা, চন্দ্রাবতী, শ্রাবণ, অঙ্কুর, জ্ঞানকোষ, সাহিত্যবিলাস, মিজান পাবলিশার্স, সুবর্ণ, গতিধারা, জনতা, সূচীপত্র, জাগৃতি, সন্দেশ, জাতীয় সাহিত্য প্রকাশ ও ভাষাচিত্র।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
একুশে বইমেলা,স্টল বরাদ্দ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist